পদ্মা সেতু এলাকা থেকে আরেক ভারতীয় আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৫ এপ্রিল ২০২২
আটক ভারতীয় নাগরিক নির্মল দাস

পদ্মা সেতু এলাকা থেকে নির্মল দাস (৭০) নামে আরেক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা হাওলাদার মার্কেট সংলগ্ন পদ্মা সেতু প্রকল্পের এমপি গেটের সামনে থেকে পুলিশ তাকে আটক করে।

আটক নির্মল দাস ভারতের উত্তর প্রদেশের গোরাখপুর জেলার চৌরিচৌরা থানার চোনবারচা গ্রামের মুলক দাসের ছেলে।

জাজিরা থানার মামলা সূত্রে জানা যায়, রোববার দুপুরে পুলিশের একটি দল পশ্চিম নাওডোবা হাওলাদার মার্কেট সংলগ্ন পদ্মা সেতু প্রকল্পের এমপি গেটের সামনে নির্মলের সন্দেহজনক আচরণ দেখে তাকে আটক করে। পরে রাত পৌনে ৩টার দিকে উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া তাকে জাজিরা থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে সোমবার (২৫ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, পুলিশের একটি দল পদ্মা সেতু এলাকা থেকে নির্মলকে আটক করে। পরে জাজিরা থানায় হস্তান্তর করলে তার বিরুদ্ধে ফৌজদারি একটি মামলা হয়।

এর আগে পদ্মা সেতু এলাকা থেকে গত ৯ এপ্রিল সকালে সেনাবাহিনীর একটি টহলদল রাজেশ পাণ্ডে নামে এক ভারতীয় নাগরিককে আটক করে। তিনি ভারতের বিহার রাজ্যের সাশারমা জেলার রাজনগর থানার বর্ণ গ্রামের নারায়ণ পাণ্ডের ছেলে। রাজেশ কী উদ্দেশ্যে পদ্মা সেতু এলাকায় ঘোরাফেরা করছিলেন, কীভাবে পাসপোর্ট-ভিসা ছাড়া বাংলাদেশে এলেন ও তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, তা জানার জন্য ২১ এপ্রিল আদালতের কাছে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মো. ছগির হোসেন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।