মেহেরপুরে ৪০০ অসহায় পরিবার পেল ঈদ উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৫ এপ্রিল ২০২২

মেহেরপুরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ।

সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ইমপ্যাক্ট হাসপতাল চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

জেলার ৪০০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি চাল, এক কেজি ডাল, চার কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, এক লিটার তেল, দুটি সাবান, এক কেজি চিনি, দুই প্যাকেট সেমায় তুলে দেওয়া হয়।

jagonews24

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের সদর উপজেলা ব্যবস্থাপক সোহেল আহম্মেদ, মেহেরপুর প্রোগামের ব্যবস্থাপক মাহফুজুর রহমান প্রমুখ।

আসিফ ইকবাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।