‘হামলায় জড়িত ছাত্রলীগ, মামলা হলো বিএনপি নেতার নামে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৫ এপ্রিল ২০২২
বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকার নিউমার্কেটে হামলার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগ জড়িত থাকলেও মামলা হয়েছে বিএনপি নেতার বিরুদ্ধে। পত্রপত্রিকায় বিষয়টি স্পষ্ট হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত ইফতারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেশ কষ্টের একটা মাস অতিক্রম করছি আমরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে সবকিছু। রমজানে সাধারণ মানুষ কষ্টে দিন পার করছে।

তিনি বলেন, আমাদের সন্তানদের কোনো ভবিষ্যৎ নেই। মানুষের স্বাস্থ্যসেবার কোনো নিশ্চয়তা নেই। শিক্ষিত হওয়ার কোনো নিশ্চয়তা নেই। দেশে লুটপাট চলছে। কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে।

তিনি বলেন, সংবাদকর্মীদের আইন আপনি করার কে? দেশে একটা নতুন আইন আসছে সংবাদকর্মী আইন। সংবাদকর্মীদের তো আইনের দরকার হয় না। আপনারা দয়া করে সংবাদকর্মীদের ওপর চড়াও হবেন না। এখন পর্যন্ত সাত শতাধিক ডিজিটাল সিকিউরিটি মামলা দিয়েছেন। গত তিন মাসে ৪০ জনের বেশি সাংবাদিক হত্যা করেছে এ সরকার।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।