২০ টাকা বেশি নেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৬ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা সয়াবিন তেলের বোতলের মূল্য ২০টাকা বেশি রাখায় ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।

সহকারী পরিচালক মেহেদী হাসান জাগো নিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কঠোর নির্দেশনায় বোতলজাত তেলের মূল্যের দাম বেশি রাখার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জেলা শহরের পাওয়ার হাউস রোডে বসুন্ধরা সয়াবিন তেলের ডিলার মেসার্স শেফা এন্টারপ্রাইজ/হান্নান ট্রেডিংয়ের স্বত্তাধিকারী মোহাম্মদ রাসেল নামের এক ব্যক্তির গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক ঝটিকা অভিযান পরিচালিত হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ক্রেতা সেজে ফোনে কথা বললে ডিলার ৫ লিটার সয়াবিন তেলের বোতলের মূল্য ৭৬০ টাকার স্থলে ৭৮০ টাকা রাখা যাবে বলে জানান। অভিযানে গোডাউনে গেলে সদর উপজেলার রাধিকা বাজারের এক ক্রেতার কাছে ৫ লিটারের বোতল ৭৬০ টাকা মূল্যের সয়াবিন তেল ৭৮০ টাকায় বিক্রি করার সময় ডিলারকে হাতেনাতে ধরা হয়। পরে এই ঘটনায় তেলের ডিলার মোহাম্মদ রাসেলকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাজমুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম ও সদর থানা পুলিশের একটি টিম।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।