পিরোজপুরে যুবলীগ নেতাসহ দুজন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৬ এপ্রিল ২০২২
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমানের ওপর হামলা ও তার ব্যবহৃত সরকারি গাড়ি ভাঙচুর মামলার আসামি যুবলীগ নেতাসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পল্লোবেশ্বর কুণ্ডু এ আদেশ দেন।

তারা হলেন- উপজেলা যুবলীগের সদস্য মো. সজীব হাওলাদার ও মো. মামুন তালুকদার। তারা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।

অ্যাডভোকেট এম মতিউর রহমান জানান, গত ১ মার্চ মো. সজীব হাওলাদার ও মো. মামুন তালুকদারসহ ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করে চাঁদাবাজির মামলা হয়। পরে আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। মেয়াদ শেষ হলে আসামিরা মঙ্গলবার পিরোজপুর আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।