কুষ্টিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৭ এপ্রিল ২০২২
ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে সাপের কামড়ে টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে বাড়ির আঙিনার পাশে পুকুরপাড় থেকে বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়।

টিউবওয়েল মিস্ত্রি মতিন ওরফে মতি (৩২) নন্দলালপুর ইউনিয়নের পুঁটিয়া গ্রামের মৃত এসেম আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাতে মতিন মোবাইল ফোনে কথা বলতে বলতে পুকুর পাড়ে যান। এ সময় বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দিলে মতিনের চিৎকারে বাড়ির লোকজন এসে রশি দিয়ে পা বেঁধে ওঝা ডেকে নিয়ে আসেন। ওঝা চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মতিনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। রাত সাড়ে ১২টার সময় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পরিবারের সম্মতিতে তাকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আল-মামুন সাগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।