৯৯৯ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা পেল ৫০ অসহায় পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৭ এপ্রিল ২০২২
খাদ্য সহায়তা তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম

ফরিদপুরের বোয়ালমারীতে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা পেলেন অসহায় ৫০ পরিবার।
বুধবার (২৭ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম এসব দরিদ্র পরিবারগুলোর হাতে খাদ্য সহায়তা তুলে দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার ৫০ অসহায় পরিবার বিভিন্ন সময় খাদ্য সহায়তা চেয়ে ৯৯৯ নম্বরে এ ফোন  দেন। এরই প্রেক্ষিতে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় প্রত্যেক অসহায় পরিবারের মাঝে চার কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাউল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু ও এক লিটার তেল তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী মো. আবুল কালাম আজাদ প্রমুখসহ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, বিভিন্ন সময় তারা সহায়তা চেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। ঈদকে সামনে রেখে সেসব অসহায় গরীব মানুষদের মাঝে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।