ভৈরবে বেড়েছে ছিনতাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৭ এপ্রিল ২০২২
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে আবারও বেড়েছে ছিনতাই। গত এক সপ্তাহে পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘটেছে পাঁচটিরও বেশি ছিনতাইয়ের ঘটনা। এসব ঘটনার অভিযোগে জয় (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার জয় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাইয়ের মামলা আছে। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, ছিনতাইকারী জয় একজন দুর্ধর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে । এছাড়া শহরের ছিনতাই রোধে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।