ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত তিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৮ এপ্রিল ২০২২

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভবানিপুর হিন্দুপাড়া গ্রামে বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় শাম্মি (৫) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। শাম্মি ওই গ্রামের আব্দুস সালামের মেয়ে।

বুধবার (২৭ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি ডন জাগো নিউজকে বলেন, শাম্মি খেলতে খেলতে বাড়ির পাশে রাস্তায় চলে যায়। এ সময় রাস্তা দিয়ে একটি বালুভর্তি ট্রাক্টর যাওয়ার সময় সেটির সঙ্গে ধাক্কা লাগলে রক্ত ঝরতে থাকে শাম্মির।

‘পরে তাকে উদ্ধার করে নেকমদর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। সেই চিকিৎসক তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাম্মিকে মৃত ঘোষণা করেন।’

এছাড়াও রাণীশংকৈল উপজেলায় পৃথক দুইটি দুর্ঘটনায় লিটন (৩০) নামের এক যুবক ও শালমুদ্দীন (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাণীংশকৈল থানার (ওসি) জাহিদ ইকবাল জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার বলিদ্বারা এলাকার আবদুল জব্বারের ছেলে লিটন ও বুধবার সকালে বাশবাড়ি এলাকার মৃত কবজ্জ্বলের ছেলে শালমুদ্দীন অটোর ধাক্কায় আহত হন।

‘তারা দুইজনই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান। এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

এমপি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।