নেত্রকোনায় লজ্জাবতী বানর উদ্ধার, বনে অবমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৮ এপ্রিল ২০২২
নেত্রকোনায় উদ্ধার হওয়া লজ্জাবতী বানর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে একটি বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) রাতে সদর ইউনিয়নের ফারংপাড়া গ্রামের সোমেশ্বরী নদীর চর থেকে বানরটি উদ্ধার করা হয়।

পরে বন বিভাগের নির্দেশনায় বৃহস্পতিবার সকালে স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে গোপালপুর পাহাড়ে বানরটিকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আমিন খান নামে এক যুবক বুধবার রাতে ১নং বালুমহালের ফারংপাড়া ঘাটে কাজ করতে যান। এসময় তিনি নদীর চরে লজ্জাবতী বানরটিকে দেখতে পেয়ে সেটিকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। তিনি বিষয়টি ফোনে স্থানীয় বন বিভাগকে জানান। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুর্গাপুর উপজেলা বন কর্মকর্তা সাইদুল ইসলামের নির্দেশনায় স্থানীয় গোপালপুর সীমান্তবর্তী পাহাড়ে বানরটি অবমুক্ত করা হয়।

দুর্গাপুর বন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, দুর্গাপুর উপজেলাটি একটি সীমান্তবর্তী অঞ্চল। প্রায় সময় বানর, অজগরসহ বিভিন্ন বন্য প্রাণী ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, লজ্জাবতী বানরটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল। এটিকে পাহাড়ি বনে অবমুক্ত করা হয়েছে।

এইচ এম কামাল/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।