ভোগান্তি নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ নেই। কোনো রকমের ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিনভর মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরেও যানবাহনের জট চোখে পড়েনি।
সরেজমিনে মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা ঘুরে দেখা যায়, স্বাভাবিক গতিতে যাত্রী নিয়ে গন্তব্যের দিকে ছুটছে বিভিন্ন যানবাহন। উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ থাকলেও সড়কে কোন জট নেই।

এদিকে সন্ধ্যার পর গার্মেন্টেস শ্রমিকদের ছুটি হওয়ার কথা রয়েছে। এর ফলে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাবে। এ নিয়ে যানজটের শঙ্কা করছেন পুলিশ ও যানবাহন চালকরা।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে যানজট নিরসনে পুলিশ প্রস্তুত রয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম