নোয়াখালীর চৌমুহনীতে অগ্নিকাণ্ড
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ব্যাংক রোডের হোসেন মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, ইফতারের পর হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে বাজারের ব্যবসায়ীরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। বিস্তারিত পরে জানানো হবে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম