মির্জাপুরে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ, পুলিশসহ আহত শতাধিক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৮ এপ্রিল ২০২২
বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা

বেতন ও বোনাসের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অর্ধশতাধিক আহত হন। এসময় শ্রমিকরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে গোড়াই শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকার নাহিদ কটন মিলের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাদের দাবি করে আসছিল। কিন্তু মালিকপক্ষ এতে কোনো পদক্ষেপ না নিয়ে বোনাস ছাড়া ২০ দিনের বেতন দেওয়া শুরু করেন। এতে ক্ষুব্ধ হন শ্রমিকরা। পরে তারা বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ, আনসারসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আহতদের কুমুদিনী হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পাওনাদি পরিশোধের আশ্বাসে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সরে গেলে সোয়া ছয়টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মির্জাপুরে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ, পুলিশসহ আহত শতাধিক

নাহিদ কটন মিলের শ্রমিক শাহানা বেগম বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে এ কারখানায় কাজ করছি। বেতন ৯ হাজার টাকা। আমাকে ২০ দিনের বেতন ও তিন হাজার টাকা বোনাস দেওয়া হয়েছে।

মির্জাপুরে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ, পুলিশসহ আহত শতাধিক

এ ঘটনায় আহত সোহাগ মিয়া ও রাশেদ মিয়া জানান, মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলাম। এসময় পুলিশের রাবার বুলেট মাথায় ও শরীরে এসে লাগে।

মিলের শ্রমিক নিলুফা, সাহেরা, মাকসুদা, শারমিন, আঙুর মিয়া, এজারুল রাশেদা ও লাকি জানান, ২০ দিনের বেতন দিচ্ছেন মালিকপক্ষ। বেতনের অর্ধেক ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও তা দিচ্ছে না। শ্রমিকরা প্রতিবাদ করলে মালিকপক্ষ পুলিশ আনেন, পুলিশ রাবার বুলেট ছুড়ে।

মির্জাপুরে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ, পুলিশসহ আহত শতাধিক

নাহিদ কটন মিলের জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, তিনদিন আগেই ঈদ বোনাস দেওয়া হয়েছে। এছাড়া শ্রমিকদের দাবি চলতি মাসের পূর্ণ বেতন দেওয়া হবে বলে তিনি জানান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়। সন্ধ্যা সোয়া ছয়টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে।

এস এম এরশাদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।