নোয়াখালীতে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:১৪ এএম, ২৯ এপ্রিল ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় মো. রনি (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চরওয়াপদা ইউনিয়নের মন্নাননগর-সুবর্ণচর সড়কের চরআমিনুল হক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রনি সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া গ্রামের মো. হারুনের ছেলে। সে উত্তর ওয়াপদা দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে সুবর্ণচরগামী প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রনিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেটকার ধুমড়ে মুছড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক ও মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এমপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।