ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ নেই যানবাহনের
সড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানবাহনের বাড়তি চাপ। নেই ভোগান্তিও। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে সড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা ঘুরে দেখা যায়, স্বাভাবিক গতিতে বিভিন্ন ধরনের যানবাহন গন্তব্যের দিকে ছুটছে। চালক ও যাত্রীদের চোখে-মুখে স্বস্তির চাপ।

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ঈদযাত্রায় খোলা ট্রাকের সঙ্গে সঙ্গে মোটরসাইকেল আরোহীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোনো জট নেই। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস