সিরাজগঞ্জে মহাসড়কে চাপ থাকলেও যানজট নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:০৮ পিএম, ৩০ এপ্রিল ২০২২
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। শনিবার (৩০ এপ্রিল) ভোর থেকে এ মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত যানবাহনের অতিরিক্ত চাপ, সড়ক দুর্ঘটনার কারণে থেমে থেমে চলে যানবাহন। এতে দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো মানুষ।

jagonews24

শনিবার সকালে ঢাকা থেকে দিনাজপুরগামী বাস যাত্রী সাগর আলী ও ইকবাল হোসেন জানান, ঈদে প্রতি বছর বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে আমাদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হতো। কিন্তু এ বছর এ মহাসড়কে কোনো যানজট নেই। এতে আমরা পরিবার নিয়ে সঠিক সময়ে বাড়ি পৌঁছাতে পারবো।

সিরাজগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান খান জাগো নিউজকে জানান, শনিবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। এতে এ মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

jagonews24

তিনি আরও জানান, যানজটের হটস্পট ছিল ত্রুটিপূর্ণ নলকা সেতু। নলকা সেতুর কারণে প্রায়ই উত্তরবঙ্গগামী যাত্রীদের যানজটে দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু এবার নলকা সেতুর পাশেই নতুন একটি সেতুর একটি লেন খুলে দেওয়ায় নতুন সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ও পুরাতন সেতু দিয়ে ঢাকাগামী যানবাহন চলাচল করছে। এতে সব যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।

ট্রাফিক ইন্সপেক্টর জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জের মহাসড়কে প্রায় ৬০০ পুলিশ মোতায়েন রয়েছে। তারা যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করছেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।