ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১:৫০ পিএম, ৩০ এপ্রিল ২০২২
ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি ও ফসলি জমি

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে ঘরবাড়িসহ বিভিন্ন ফসলি জমি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে শুরু হয়ে প্রায় পৌনে এক ঘণ্টা দমকা হাওয়া বয়ে যায়। এতে জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়িসহ ফসলের ক্ষতি হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুরের জাকির হোসেন জানান, রাত ১০টার দিকে একবার শিলাবৃষ্টি হয়েছে। রাত ১২ টার পর থেকে কালবৈশাখী ঝড়ে আমাদের ঘরসহ অনেকের বাড়িঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। এছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলার হোসাইন আহমেদ বলেন, আমাদের এদিকে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়াও অনেকের ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, শহরের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গেছে। সদর উপজেলার খোচাবাড়ি, আখানগরসহ বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

তানভীর হাসান তানু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।