নোয়াখালীতে শিশু ধর্ষণের দায়ে যুবক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ৩০ এপ্রিল ২০২২

নোয়াখালীর চাটখিলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সুমন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মো. সুমন চাটখিল উপজেলা পশ্চিম বদলকোট গ্রামের শেখ বাড়ির আবদুল কুদ্দুছের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুক্তভোগী শিশুর মা মানুষের বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করেন। শুক্রবার সকালে এক বাড়িতে কাজে গেলে শিশুটিও তার সঙ্গে যায়। পরে তাকে বাড়ি পাঠিয়ে দিলে পথে সুমন তাকে একা পেয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি সে তার মাকে জানালে তিনি থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে সুমনকে আটক করেন।

ওসি আরও বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলায় সুমনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক অভিযুক্ত সুমনকে কারাগারে পাঠান। অন্যদিকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।