রাতেও স্বাভাবিক টাঙ্গাইল মহাসড়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১১:৩৪ পিএম, ৩০ এপ্রিল ২০২২

পোশাক কারখানা ছুটি হলেও ঈদযাত্রায় এখনও স্বাভাবিক রয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল।

শনিবার (৩০ এপ্রিল) রাতে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর, কান্দিলা, বাইপাস এবং কালিহাতী উপজেলার এলেঙ্গা বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকার কোথাও যানজট দেখা যায়নি। তবে রাতে যানবাহনের চাপ রয়েছে দিনের তুলনায় বেশি।

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট ৪২ হাজার ১৯৯ যানবাহন পারা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যান ২৫ হাজার ৭৮১টি। আর ১৬ হাজার ৪১৮টি উত্তরবঙ্গ থেকে ঢাকা এসেছে।

এর আগে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৩৩ হাজার ৭৩৪ যানবাহন সেতু পারাপার হয়। শনিবার আরও বেশি যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানজট হয়নি। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে পর্যাপ্ত পুলিশ দায়িত্ব পালন করছে। তবে রাত ১২টার পর যানবাহনের চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরিফ উর রহমান টগর/এএইচ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।