ব্রাহ্মণবাড়িয়ায় বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ, আহত ৩৫
ব্রাহ্মণবাড়িয়ার দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
আহতদের মধ্যে শেলু বেগম, মো. পান্ডব মিয়া, জসিম মিয়া, জাহাঙ্গীর মিয়া, ছাব্বির মিয়া, জহুরা বেগম, ইব্রাহীম মিয়া, শিপন মিয়া, ফরিদ মিয়া, আব্দুর রহমান, নুরুন্নাহার বেগম, মুখলেছ মিয়া, সেন্টু মিয়া, বজলু মিয়া, আউয়াল মিয়া, নাছিমা বেগম, মহফুজ মিয়া, পাবেল মিয়া, হারুন মিয়া, কাশেম মিয়া, রহিমা বেগম, আরিছ মিয়া, শাহ আলম, আলামিন মিয়া, মুর্শেদা বেগম, মন্নান মিয়া, ইমান আলী, বজলু মিয়া ও খায়রুল ইসলামের নাম জানা গেছে। আর আহত পুলিশ সদস্যদের নাম তদন্তের কারণ দেখিয়ে প্রকাশ করা হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৬ এপ্রিল জমি থেকে ধানের আঁটি ট্রাক্টরে তুলাকে কেন্দ্র করে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইল গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। এসময় নায়েব উল্লাহ নামে এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই সাজু মিয়া বাদী হয়ে ৪৯ জনকে আসামি ও শতাধিক অজ্ঞাতনামা দেখিয়ে গত বৃহস্পতিবার একটি হত্যা মামলা করেন।
শনিবার এই ঘটনা নিয়ে শ্রীঘর গ্রামের সর্দার বাড়ির আনু মিয়া ও একই গ্রামের মাঝি বাড়ির রফিক মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। এনিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হলে বিষয়টি দুই গোষ্ঠীর লোকদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে জড়িয়ে পড়ে সংঘর্ষে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে দুই পক্ষের লোকজনই ইটপাটকেল ছুড়ে। এসময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, ইটপাটকেল নিক্ষেপে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/