আজও যানজটমুক্ত সিরাজগঞ্জের মহাসড়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৩৫ এএম, ০১ মে ২০২২

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত যানবাহনের চাপ বাড়লেও এখনো কোনো জায়গায় যানজট তৈরি হয়নি।

সড়কের সয়দাবাদ, কড্ডার মোড়, জানজটের হটস্পট খ্যাত নলকা ও হাটিকুমরুল গোলচত্বর ও তার আশপাশের এলাকায় রোববার (০১ মে) সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, শনিবার রাতের তুলনায় রোববার সকালে একটু যানবাহনের চাপ বেড়েছে। তাই যানবাহনের চাপের কারণে মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকারের দীর্ঘ সারি দেখা দিলেও কোথাও যানজট দেখা যায়নি।

Siraj-2

রোববার সকাল সাড়ে ৯টায় কড্ডা মোড় এলাকা থেকে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খাঁন জানান, ঈদের আর ২ দিন বাকি। তাই স্বাভাবিকভাবে সড়কে যানবাহনের চাপ একটু বেশি দেখা যাচ্ছে। তবে সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত কোনো যানবাহনের জটলার সৃষ্টি হয়নি। গাড়িগুলো তার স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে।

যমুনা পশ্চিম পাড় থানার পুলিশ উপপরিদর্শক বাবুল হোসেন জানান, সেতু পশ্চিম পাড় গোল চত্বর ও তার আশেপাশে কোনো যানজট নেই। তবে রাতের চেয়ে কিছুটা যানবাহনের চাপ রয়েছে।

Siraj-2

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানিয়েছেন, যানবাহনের কিছুটা চাপ থাকলেও কোনো যানজট নেই। আমরা হাইওয়ে পুলিশ হাটিকুমরুল ও তৎসলগ্ন এলাকায় তৎপর রয়েছি। যানবাহন চালকরা যদি সড়ক আইন মেনে এভাবেই চলাচল করে তাহলে ঘুরমুখো মানুষকে ভোগান্তি পোহাতে হবে না।

জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা পথের ভোগান্তির কথা মাথায় রেখে মহাসড়কে বিভিন্ন স্থানে রাতদিন ৬শ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার কারণে এখনো যানবাহনগুলো যানজট বিহীনভবে এই সড়ক দিয়ে চলফেরা করতে পারছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।