সিরাজগঞ্জে মহাসড়কে সুনসান নীরবতা
একেবারে যানবাহনশূন্য হয়ে পড়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জ মহাসড়ক। শেষ হয়েছে ঈদে ঘরমুখো মানুষের ভিড়। সড়কে এখন সুনসান নীরবতা।
সোমবার (২ মে) সকাল থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়, সয়দাবাদ, মুলিবাড়ি চেক পোস্ট, কড্ডার মোড়সহ বিভিন্ন স্থানগুলো সরজমিনে ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ নেই, নেই মহাসড়কের চিরচেনা সেই দীর্ঘলাইন। একেবারে যানবাহনশূন্য মাহসড়ক।
সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল আলা মওদুদ বলেন, রোববার দুপুরের পর থেকে মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ নেই। আর ঘরমুখো মানুষ আসছে না। সড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের চলাচল নেই। তারপরও আমাদের সদস্যরা মহাসড়কে রয়েছে।

জেলা পুলিশ সুপার হাসিবুল আলম জানান, ঘরমুখো মানুষগুলোকে তাদের গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করতে জেলা পুলিশের ৬শ সদস্য পালাক্রমে নিরলসভাবে মহাসড়কে কাজ করছে। যার কারণে এবছর উত্তর ও দক্ষিণবঙ্গের ২২ জেলার মানুষের গন্তব্যে ফিরতে কোনো যানজট বা ভোগান্তি পোহাতে হয়নি।
তিনি আরো বলেন, মহাসড়কে আমদের এই কর্মতৎপরতা ঈদের তৃতীয় দিন পর্যন্ত থাকবে।
এফএ/জেআইএম