নরসিংদীতে আরও এক স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ০২ মে ২০২২

নরসিংদীর গাউসিয়ার ভূলতায় মিতা স্পিনিং মিলে আগুন লেগেছে। সোমবার (২ মে) সকাল ৮টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টা ১৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে সেখানে আরও একটি ইউনিট বাড়ানো হয়।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র।

এদিকে, জেলার মাধবদীর বাগানবাড়ি এলাকায় জজমিয়া গ্রুপ স্পিনিং মিলেও আগুন লেগেছে। সোমবার সকাল ৯টার দিকে এ মিরে আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সকাল ৯টা ৭ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

আরএসএম/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।