‘ঠাকুরগাঁও হাসপাতালের চেয়ে রোড রেলস্টেশনের পরিবেশ শতগুণ ভালো’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৭:২১ পিএম, ০২ মে ২০২২

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের সদর হাসপাতালের তুলনায় রোড রেলস্টেশন অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন। সদর হাসপাতালে যে গন্ধ ও নোংরা পরিবেশ তা আমাকে হতাশ করেছে। অথচ রেলস্টেশন তার তুলনায় শতগুণে পরিষ্কার-পরিচ্ছন্ন। সাধারণ মানুষকে আধুনিক সেবা দিচ্ছে।

সোমবার (২ মে) বিকেলে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রোগী দেখা শেষে রোড রেলস্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

Road-(2).jpg

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘টিকিট যার, ভ্রমণ তার’ স্লোগানকে সামনে নিয়ে আমরা টিকিট কালোবাজারি বন্ধে কাজ করে যাচ্ছি। অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম আরও সহজ করার চেষ্টা চলছে। এনআইডি কার্ড ছাড়া টিকিট নিতে পারবে না সেই ব্যবস্থাও আমরা দ্রুত করতে যাচ্ছি।

দোলনচাঁপা ও রামসাগর নামে দুটি ট্রেন ঈদের পরেই চালু করা হবে সুখবর দিয়ে মন্ত্রী বলেন, ‘ট্রেন দুটি অনেক আগেই চালুর জন্য উদ্বোধন করা হয়েছে। তবে আমাদের বগি সংকট ছিল তাই এতদিন চালু করা সম্ভব হয়নি। তবে ঈদের পরই ট্রেন দুটি ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে চালু করা হবে।

এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আবু ওয়াফু তপু প্রমুখ উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।