নামাজ শেষে প্রিয়জনদের কবরে স্বজনের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৩ মে ২০২২

উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার (৩ মে) সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে সবাই ছোটেন প্রিয়জনদের কবরে। নামাজ শেষে জেলার বিভিন্ন কবরস্থানে নামে মানুষের ঢল।

সকাল ৯টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে যান আব্দুল্লাহ ইবনে খালিদ। তিনি বলেন, ঈদ করতে ঢাকা থেকে নীলফামারীতে এসেছি। আজ বিশেষ দিন, তাই বড়ভাইকে সঙ্গে নিয়ে নামাজ শেষে বাবার কবর জিয়ারত করে বাবার জন্য দোয়া করলাম। আল্লাহ যেন আমার বাবাকে বেহেশত নসিব করেন।

kobor-(3).jpg

বাবলু নামে এক ব্যক্তি তার বাবাকে নিয়ে এসেছেন মায়ের কবর জিয়ারত করতে। দরুদ পাঠ শেষে দোয়া করেন মায়ের জন্য।

চানু নামে এক ব্যক্তি বলেন, এই কবরস্থানে শুয়ে আছেন আমার বাবা ও মা। নামাজ শেষে পরিবারের সকলকে নিয়ে বাবা-মার কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করেছি।

kobor-(3).jpg

জেলার সবকটি কবরস্থানে একই চিত্র লক্ষ্য করা গেছে। কবরের পাশে দাঁড়িয়ে কেউ কেঁদে পিতা-মাতার জন্য আল্লাহর দরবারে মাফ চান। কেউবা হাতে তসবিহ নিয়ে দরুদ পাঠ করেন কবরের পাশে। প্রিয়জনদের জন্য মানুষের যে এত মায়া তা চোখে না দেখলে বিশ্বাস হবে না।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।