নোয়াখালীতে বজ্রপাতে শিশু নিহত
নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।
মঙ্গলবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বয়ারচর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।
শিশু জিহাদ হোসেন ওই গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে। আহতরা হচ্ছে-একই গ্রামের আকরাম হোসেনের মেয়ে সাথি আক্তার (১২) ও আকবর হোসেনের মেয়ে নাদিয়া আক্তার (৫)।
স্থানীয় সূত্র জানায়, ঈদের দিন সকাল থেকে বাড়ির অন্য শিশুদের সঙ্গে আনন্দে মেতে ছিল ওই তিন শিশু। বেলা সোয়া ১১টা থেকে বৃষ্টি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ছাতা নিয়ে স্থানীয় বাজারের দিকে যায় শিশু জিহাদ, সাথি ও নাদিয়া।
বাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বজ্রপাতে তারা আহত হয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। আহত সাথি ও নাদিয়াকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম