খালেদার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: হানিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৪ মে ২০২২

খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যিনি ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেনেড হামলা করে বিরোধীদলীয় নেত্রীকে হত্যার চেষ্টা করেন তার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

বুধবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গণতন্ত্র ফিরিয়ে আনা এবং দেশকে মুক্ত করার বিষয়ে খালেদা জিয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে মাহবুব-উল আলম হানিফ বলেন, বেগম জিয়ার হাত থেকেই দেশের মানুষ গণতন্ত্রকে রক্ষা করেছে। বিএনপি ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় থাকতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারসহ আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। তাদের মুখে গণতন্ত্রের কথা এবং যিনি নিজে দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন, তার মুখে এসব কথা হাস্যকর।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।