পদ্মা সেতু দেখতে মাওয়ায় দর্শনার্থীদের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৪ মে ২০২২

স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণকাজ এখন শেষের পথে। এখন ফিনিশিংয়ের কাজ চলছে। সেতুর মূল কাঠামো এখন পুরোপুরি দৃশ্যমান। ঈদের ছুটিতে স্বপ্নের সেতু দেখতে মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা পাড়ে উৎসুক দর্শনার্থীদের ঢল নেমেছে।

বুধবার (৪ মে) বিকেলে দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সী মানুষের উপচেপড়া ভিড় ছিল নদী তীরজুড়ে। একই চিত্র ছিল মঙ্গলবার (৩ মে) ঈদের দিন বিকেলেও। দর্শনার্থীদের আনন্দঘন কোলাহলে প্রতিদিন মিলনমেলায় পরিণত হচ্ছে নদীতীর।

jagonews24

দর্শনার্থী আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিগত কয়েকটি ঈদে করোনার কারণে স্বস্তি নিয়ে ঘুরতে বের হতে পারিনি। এবার সুযোগ হলো। তাই নদীর নির্মল-স্নিগ্ধ বাতাস উপভোগের জন্য স্বপ্নের পদ্মার সেতু কাছ থেকে দেখতে এসেছি। এতদিন টিভিতে দেখেছি। এবার বাস্তবে দেখলাম পদ্মা সেতু। নয়ন জুড়িয়ে গেলো।

সরেজমিনে দেখা যায়, ধূসর রঙের স্বপের সেতুর অদূরে নদীতীরে শিশু থেকে বৃদ্ধ নারী-পুরুষ শত শত দর্শনার্থীর ঢল। কেউ এসেছেন বন্ধুর দলে, কেউ সপরিবারে। যদিও উদ্ধোধনের আগে ও নিরাপত্তা স্বার্থে নির্মাণাধীন সেতুর মূল কাঠামো ও নির্ধারিত এলাকায় দর্শার্থীদের প্রবেশের সুযোগ নেই, তারপরও সেতু দেখতে নদী পাড়েই ছুটে আসছেন দর্শনার্থীরা। নিজ চোখে সেতুর দেখার সঙ্গে ফোনে তুলছেন সেতুর ছবি, কেউবা সেলফি তুলছেন। ভাড়ায়চালিত ট্রলারযোগে নদীতে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ।

jagonews24

স্থানীয় শ্রীনগর এলাকার মাহবুবা আক্তার বলেন, ‘পদ্মা সেতু আমাদের দেশের উন্নয়নের প্রতীক। এই সেতু হলে দেশ এগিয়ে যাবে অনেক দূর। তাই পুরো পরিবার নিয়ে দেখতে এসেছি। আমরা খুব খুশি।’

প্রথমবার সেতু দেখতে এসে উৎফুল্ল কেরানীগঞ্জের রেদোয়ান আবসার। তিনি বলেন, এত বড় সেতু বাংলাদেশের নিজস্ব অর্থায়নে হচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। এই সেতুর মাধ্যমে বাংলাদেশ পদ্মা জয় করেছে, একদিন বিশ্ব জয় করবে।

প্রসঙ্গত পদ্মা সেতুর প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, পদ্মা সেতু প্রকল্পের এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি ৯২ ভাগ। মূল সেতুর কাজ এগিয়েছে ৯৭ ভাগ। অর্থাৎ মূল সেতুর কাজ বাকি আর মাত্র তিন ভাগ।

jagonews24

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্ত ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্যদিয়ে দৃশ্যমান হয় সেতু।

আগামী জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুর নিচ দিয়ে চলবে ট্রেন আর ওপর দিয়ে সড়ক পথে চলবে যানবাহন।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।