রায়পুরায় নিখোঁজের তিনদিন পর মেঘনায় মিললো মাঝির মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৮ এএম, ০৫ মে ২০২২

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর ফাহিম লাদেন (২৫) নামে এক মাঝির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

ফাহিম লাদেন উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহ্চর এলাকার আওলাদ হোসেনের ছেলে। পেশায় নৌকার মাঝি।

বুধবার (৪ মে) বিকেলে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আমিরাবাদ এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের চাচতো ভাই বেলায়েত হোসেন জাগো নিউজকে জানান, গত রোববার (২ মে) ফাহিমকে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে শ্রীনগরের বাঘাইকান্দি এলাকার মেঘনা পাড়ে ডেকে নেয়। ওইদিন থেকেই নিখোঁজ হয় ফাহিম। পরে শ্রীনগরের বাঘাইকান্দি ঘাটে তার নৌকা ও পরনের একটি প্যান্ট পাওয়া যায়। সেখানে তার নৌকায় একটি চাপাতিও পাওয়া যায়। তারপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও ফাহিমের সন্ধান না পাওয়ায় সোমবার (৩ মে) রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে বুধবার সকালে উপজেলা আমিরাবাদ এলাকার মেঘনায় একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বিকেলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ও ইন্সপেক্টর তদন্ত গোবিন্দ সরকার উপস্থিত হয়ে রায়পুরা থানা পুলিশ ও নৌ-পুলিশের যৌথ প্রচেষ্টায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে সেখানে গিয়ে স্বজনরা ফাহিমের মরদেহ শনাক্ত করেন। ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল শেষ মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) প্রদ্যুৎ সরকার জানান, নিলক্ষ্যার আমিরাবাদ এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় না পাওয়া গেলেও পরে স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন। এছাড়া প্রাথমিক সুরতহালে তার মাথায় একটি কোপের আঘাত দেখা গেছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সঞ্জিত সাহা/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।