বাড়ির সীমানা নিয়ে বিরোধ, ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০৫ মে ২০২২

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুর রশিদের (৬২) মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদের মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরাণী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে উত্তর জাওরাণী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৬২) ও আপন ছোট ভাই মো. আব্দুল আজিজ ও ভাতিজা নিজাম উদ্দিনের সঙ্গে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বসতবাড়ির সীমানা নির্ধারণে উভয়পক্ষ মিলে বুধবার (৪ মে) দুপুরে সার্ভেয়ার নিয়ে আসে। জমি মাপার একপর্যায়ে ভাতিজা নিজাম উদ্দিনের সঙ্গে চাচা আব্দুর রশিদ ও তার ছেলে রহমত আলী, রইচ উদ্দিন ও আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা, লোহার রড নিয়ে চড়াও হয়। এসময় ভাতিজা নিজাম উদ্দিনের লাঠির আঘাতে চাচা আব্দুর রশিদ ও তার ছেলে আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদের মৃত্যু হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে। এছাড়া নিহতের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।