যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই সিরাজগঞ্জ মহাসড়কে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৬ মে ২০২২
ঈদ শেষে যানবাহনের চাপ বেড়েছে সিরাজগঞ্জ মহাসড়কে

ঈদ শেষে কর্মস্থলে ফেরা ঢাকামুখী যাত্রীদের কারণে যানবাহনের কিছুটা চাপ বেড়েছে সিরাজগঞ্জ মহাসড়কে। তবে অন্যবারের মতো যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের।

শুক্রবার (৬ মে) সকাল থেকে সিরাজগঞ্জ মহাসড়কের চান্দাইকোনা, হাটিকুমরুল গোলচত্বর, কড্ডার মোড় ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা মোড় চত্বর এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

jagonews24

হাটিকুমরুল ও কড্ডার মোড় এলাকায় যাত্রী ওঠা-নামার কারণে যানবাহনের কিছুটা চাপ তৈরি হয়। তবে এই সড়কের হটস্পট খ্যাত নলকা সেতু ও সংলগ্ন এলাকায় কোনো যানবাহনের চাপ নেই। এসব এলাকায় যানবাহন চলাচলে স্বাভাবিক গতি রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, হাটিকুমরুল গোলচত্বর ও তার আশপাশে কোনো যানজট নেই। তবে যানবাহনের চাপ একটু রয়েছে।

jagonews24

মহাসড়কে কড্ডার মোড় এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ পরিদর্শক আবুল আলা মওদুদ বলেন, ঈদের ছুটি শেষে মানুষ ঢাকামুখী হওয়ার কারণে সকাল থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ একটু বেড়েছে। তবে কোথাও যানজট নেই। মানুষ যেন নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পারেন সে লক্ষ্য রেখে জেলা ট্রাফিক পুলিশ কাজ করছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, সকাল সেতু পশ্চিম পাড় থেকে শুরু করে আমরা মহাসড়কের বিভিন্ন স্থানে ডিউটি করছি। যানবাহনের হালকা চাপ রয়েছে। তবে কোথাও যানজট সৃষ্টি হয়নি।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।