সিজারের পর মারা গেলেন প্রসূতি, পালালেন চিকিৎসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৭ মে ২০২২

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ মে) দুপুরে উপজেলার ঘড়িসার ইউনিয়নের ঘড়িসার বাজারের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রসূতির স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত মাহিনুর বেগম (২৮) নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার গ্রামের ইতালি প্রবাসী উজ্জল মীরমালতের স্ত্রী।

death3

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিনুর বেগম ১০ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শুক্রবার বেলা ১১টার দিকে প্রসবব্যথা উঠলে বাড়ির লোকজন মাহিনুরকে নড়িয়া উপজেলার ঘড়িসারে অবস্থিত মা-শিশু ও ডায়াবেটিক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে মনোয়ার হোসেন নামে এক চিকিৎসক নিজেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ পরিচয় দেন। ওই চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই মাহিনুরের অস্ত্রোপচার করা হয়। দুপুরে অস্ত্রোপচারের পর মাহিনুর কন্যা সন্তানের জন্ম দেন। পরে মাহিনুরের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

death3

মাহিনুরের আত্মীয় আয়শা বেগম বলেন, সন্তান জন্মের পর মাহিনুর ভালো আছে বলে আমাদের জানান ওই চিকিৎসক। পরে অবস্থার অবনতি হয় এবং রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অনবতি হলে মাহিনুরকে চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে মাহিনুর মারা যান।

মৃত্যুর খবর জানতে পেরে মাহিনুরের স্বজনরা ওই হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক কৌশলে সরে পরেন।

মাহিনুরের এক স্বজন বলেন, সার্জন না হয়েও ভুয়া পরিচয় দিয়ে ওই চিকিৎসক মাহিনুরের সিজার করান। ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাহিনুর মারা যান। সময়মতো সদর হাসপাতালে নিতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম।

death3

ঘটনার পর চিকিৎসক পরিচয় দেওয়া মনোয়ার হোসেন পালিয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হাসপাতালের ব্যবস্থাপক সামছুল আরিফিন মনজুর বলেন, দুপুরে আমাদের হাসপাতালে এক প্রসূতির সিজার হয়েছে। সব নিয়মনীতি অনুসরণ করেই অস্ত্রোপচার করানো হয়। ওই প্রসূতি নাকি স্ট্রোক করেছেন বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন।

নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবীর হোসেন বলেন, সিজারের পর প্রসূতির মৃত্যু হয়। পরে উত্তেজিত হয়ে প্রসূতির স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেছে। আমি ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।