পটুয়াখালী লঞ্চঘাটে উপচেপড়া ভিড়, বৃষ্টিতে ভোগান্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৭ মে ২০২২
ঈদ শেষে পটুয়াখালী থেকে কর্মস্থলে ফিরছেন মানুষ

পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে শনিবার (৭ মে) সকাল থেকে পটুয়াখালী লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সেইসঙ্গে বৃষ্টির কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মহিউদ্দিন খান জাগো নিউজকে জানান, শনিবার পটুয়াখালী নদীবন্দর থেকে মোট ৯টি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে নিয়মিত রুটের পাঁচটি এবং বিশেষ ট্রিপের চারটি লঞ্চ ছেড়ে যাবে।

jagonews24

এদিকে, দুপুর পৌনে ২টার দিকে ভারি বর্ষণ ও ঝড়ো বাতাস শুরু হলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে লঞ্চের ডেকের যাত্রীদের বিছানাপত্র ও মালামাল ভিজে যায়।

jagonews24

শনিবার বিকেল ৩টার দিকে পটুয়াখালী ঘাট থেকে সাত্তার খান-১ লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। সুন্দরবন-১৪, প্রিন্স কামাল-১, প্রিন্স আওলাদ-৭, এমভি পূবালী-১২ ঘাটে অবস্থান করছে।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।