লক্ষ্মীপুরে বাসচাপায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৮ মে ২০২২
ফাইল ছবি

লক্ষ্মীপুরের কমলগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (৮ মে) সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের উপজেলার তোরাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলার চরলরেন্স গ্রামে বাসিন্দা ছিলেন। পেশায় তিনি কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নুরুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এসময় রামগতি থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি নেওয়া হবে।

কাজল কায়েস/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।