ফেনীতে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
চাঁদাবাজি মামলায় ফেনীর দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ এপ্রিল) দুপুরের দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৫ এপ্রিল দুধমুখা এলাকার গরু ব্যবসায়ী শেখ আহাম্মদের নিকট চাঁদা দাবি করে ছাত্রলীগ নেতা রাশেদ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাশেদ তাকে মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগী দাগনভূঞা থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ জানান, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, দুধমুখা এলাকা থেকে মারামারি ও চাঁদাবাজি মামলায় রাশেদ নামের এক যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস