যুবকের পকেটে মিললো ২৪ লাখ টাকার ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৯ মে ২০২২
র‍্যাবের হাতে আটক আবদুল মান্নান

ফেনীতে চার হাজার ৮৪৮ পিস ইয়াবাসহ আবদুল মান্নান (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

রোববার (৮ মে) রাত ১০টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেড ইউ মডেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

jagonews24

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই হাসপাতালের সামনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে আবদুল মান্নানের প্যান্টের পকেটে থেকে চার হাজার ৮৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ২৪ হাজার টাকা।

র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, ইয়াবাসহ আটক আবদুল মান্নানকে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।