অশনি: দ্রুত ফসল তোলার পরামর্শ কৃষিমন্ত্রীর
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে রোববার রাত থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে নদ-নদীর পানিও কিছুটা বেড়েছে। তাই ক্ষতি এড়াতে কৃষকদের দ্রুত ফসল তোলার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সোমবার (৯ মে) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকায় মুগডালের ক্ষেত ও কালিকাপুর ইউনিয়নে বোরো ধানের ক্ষেত পরিদর্শনে গিয়ে তিনি এ পরামর্শ দেন।
ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, দুর্যোগের আগে এবং পরে কৃষকদের ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনা যায় এজন্য কৃষিবিভাগ কাজ করছে। এ নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া আছে। যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে তা কেটে ফেলার জন্য বলা হয়েছে। এ ছাড়া যেতটুক সম্ভব মাঠের ফসল দ্রুত তোলার পাশাপাশি সবাইকে নিরাপদে থাকতে হবে।
এর আগে বরিশাল–পটুয়াখালী মহাসড়কের পাশে বদরপুর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন অগ্রগতি ও সফলতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘ঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার কারণে এক সময় পটুয়াখালী জেলার অধিকাংশ জমি এক ফসলি ছিল। কিন্তু সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এসব জমি দুই থেকে তিন ফসলি জমিতে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে দক্ষিণাঞ্চেলের কৃষি দেশের অর্থনীতিতে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আব্দুস সালাম আরিফ/এসজে/এএসএম