জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের মেলান্দহে জুঁই আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মে) সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। জুঁই আক্তার উপজেলার পূর্বশ্যামপুর এলাকার সবুজ রানার স্ত্রী এবং কুলিয়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় দেড় বছর আগে সবুজ রানার সঙ্গে জুঁই আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একটি সন্তান আসে। তবে বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।
সোমবার (৯ মে) দিনগত রাত ডেফলা ব্রিজের পূর্ব পাশের বসতঘরে জুঁইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জাগো নিউজকে বলেন, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য সকালে মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মো. নাসিম উদ্দিন/এসজে/জেআইএম