খাসজমিতে ঘাসের সঙ্গে গাঁজা চাষ, চাষি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১০ মে ২০২২

মাগুরার শ্রীপুরে খাসজমিতে ঘাসের সঙ্গে গাঁজা চাষ করায় নিয়ামত বিশ্বাস (৬৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ মে) রাতে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ গ্রাম থেকে গাজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নিয়ামত বিশ্বাস একই উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছী গ্রামের বাসিন্দা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) প্রিটন সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলার গোয়াদাহ গ্রামের ওয়াবদা-লাঙ্গলবাঁধ সড়কের পাশে সরকারি খাসজমিতে দীর্ঘদিন ধরে ঘাসের মধ্যে গাঁজা চাষ করে আসছিলেন নিয়ামত বিশ্বাস। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা গাছের পরিচর্যা করা অবস্থায় নিয়ামত বিশ্বাসকে আটক করে পুলিশ। এ সময় আটটি গাঁজা গাছ জব্দ করা হয়।

ওসি প্রিটন সরকার জানান, নিয়ামত বিশ্বাস একজন পেশাদার গাঁজা চাষি ও ব্যবসায়ী। উদ্ধার ৮টি কাঁচা গাঁজা গাছের ওজন ১০ কেজি ৪০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৯৩ হাজার ৬০০ টাকা।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।