শরীয়তপুরের মঙ্গলমাঝির ঘাটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১০ মে ২০২২

বৈরী আবহাওয়ার কারণে শরীয়তপুরের সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যা ৬টা থেকে এ নির্দেশনা দেয় বিআইডব্লিউটিএ ও ঘাট কর্তৃপক্ষ।

সাত্তার মাদবর মঙ্গলমাঝি লঞ্চঘাটের সুপার ভাইজার মোকলেছ মাদবর বলেন, পদ্মা উত্তাল থাকায় বিআইডব্লিউটিএ লঞ্চ, ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। ঘাটে যেসব যাত্রী আটকা পড়েছেন তারা ফেরিতে পার হচ্ছেন।

বিআইডব্লিউটিএর সাত্তার মাদবর মঙ্গলমাঝি ঘাট ইনচার্জ (ট্রাফিক বিভাগ) আব্দুল্লাহ ইনাম বলেন, আবহাওয়া খারাপ থাকায় পদ্মা বেশ উত্তাল। তাই লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে।

মো. ছগির হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।