মূল্যতালিকা না থাকায় পটুয়াখালীর স্টার হোটেলকে জরিমানা
বেশি দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা না থাকায় পটুয়াখালীর স্টার রেস্তোরাঁ সুইটমিট অ্যান্ড চাইনিজকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া এ আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানে শহরের চৌরাস্তা এলাকায় মূল্যতালিকা না টাঙিয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় মো. মহিব্বুল্লাহ নামের এক যুবক ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে গত ২৭ এপ্রিল দুই পক্ষের শুনানি হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন এবং মঙ্গলবার (১০ মে) শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে ওই হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষেয়ে মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানার তিন ভাগের এক ভাগ টাকা অভিযোগকারীকে দেওয়া হবে।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম