সংঘর্ষ না করার অঙ্গীকারে ঢাল-সড়কি জমা দিলেন গ্রামবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:২৮ এএম, ১১ মে ২০২২

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের কাছে দেশীয় অস্ত্র ঢাল-সড়কি ও কাতরা জমা দিলেন গ্রামবাসী। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমানের উপস্থিতিতে উপজেলার ইশ্বরদী গ্রামের মানুষ এ অস্ত্র জমা দেন।

মঙ্গলবার (১০ মে) বিকেলে নগরকান্দা থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে গ্রামবাসী এ দেশীয় অস্ত্র জমা দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে নগরকান্দা উপজেলার শহীদ নগর ইউনিয়নের ইশ্বরদী গ্রামে দুই পক্ষের উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে নগরকান্দা থানার ওসি মো. হাবিল হোসেনসহ পুলিশ টিম তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

farid1

এ সময় পুলিশ এলাকা শান্ত রাখতে উভয় দলের মাতুব্বর ও স্থানীয় নেতাকর্মীদের থানায় ডেকে আনেন। থানায় আসার পর উভয় দলের লোকজন মারামারী ও সংঘর্ষ করবে না মর্মে অঙ্গীকার করেন। এরপর উভয় পক্ষের লোকজন ২১টি ঢাল, ১০টি কাতরা ও ৪০টি সড়ড়ি জমা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান জাগো নিউজকে বলেন, ইশ্বরদী গ্রামে সকালে আধিপত্য নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান স্যারের দিক-নির্দেশনা অনুযায়ী উভয় দলের লোকজনকে থানায় ডেকে তাৎক্ষণিকভাবে মতবিনিময় করা হয়। এ সময় তারা সংঘর্ষ করবেন না মর্মে অঙ্গিকার করেন। মতবিনিময় শেষে উভয় দলের লোকজন থানায় দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও সড়কি জমা দেন।

এন কে বি নয়ন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।