বেনাপোল চেকপোস্টে ‘মাতৃদুগ্ধ পান কর্নার’ উদ্বোধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১১ মে ২০২২

বেনাপোল চেকপোস্টে প্যাসেঞ্জার টার্মিনালে শিশুদের দুধ পান করানোর জন্য ‘মাতৃদুগ্ধ পান কর্নার’ স্থাপন করা হয়েছে।

বুধবার (১১ মে) সকালে বেনাপোল বন্দরের পরিচালক মনিরুজ্জামান এই কর্নারের উদ্বোধন করেন।

বন্দরের পরিচালক মনিরুজ্জামান বলেন, খোলামেলা জায়গায় শিশুদের দুধ পান করানো কোনো মায়ের পক্ষে সম্ভব না। সেই চিন্তা মাথায় রেখে বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে একটি রুমের মধ্যে শিশুদের দুধ পান করানোর জন্য ‘মাতৃদুগ্ধ পান কর্নার’ স্থাপন করা হয়েছে। পরবর্তী সময়ে এ ধরনের আরও গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ সময় বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, মামুন কবির তরফদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জামাল হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।