ঝালকাঠিতে ১৪ হাজার লিটার তেল জব্দ, তিন ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১১ মে ২০২২
ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান

তেল মজুতের খবরে ঝালকাঠির তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রায় ১৪ হাজার লিটার তেল জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে বুধবার (১১ মে) সকালে অভিযান চালিয়ে শহরের আড়দ্দার পট্টির ব্যবসায়ী বিকাশ কুণ্ডুর গুদাম থেকে ১৩ হাজার ৭৪৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং জব্দ সয়াবিন তেল ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।

এছাড়া, নলছিটিতে দুই অসাধু তেল ব্যবসায়ীকে পুরাতন দাম টেম্পারিং করে নতুন দামের সিল মারার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের কাছে থাকা ২০০ লিটার তেল জব্দ করে আগের দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়ছে।

jagonews24

বুধবার দুপুরে ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নলছিটি শহরের বসুন্ধরা ফুডের ডিলার জান্নাতি রিয়াজ হোসেনকে ৪০ হাজার টাকা এবং শাওন এগ্রোফুড নামে এক ডিলারকে তেল ক্রয়-বিক্রয়ের রসিদ সরবরাহ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাসের উপস্থিতিতে আগের দামে ২০০ লিটার সয়াবিন তেল সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস বলেন, অভিযানে অসাধু তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আতিকুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।