বেগমগঞ্জে ভেঙে যাওয়া সেই সেতুর পাশে হচ্ছে বেইলি ব্রিজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:১০ পিএম, ১২ মে ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে ভেঙে যাওয়া সেই সেতুর পাশে অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

বুধবার (১১ মে) বিকেলে একলাশপুর ও শরীফপুরের সীমান্তে হাসানহাট সংলগ্ন নোয়াখালী খালে অস্থায়ী ওই ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক উপস্থিত থেকে জরুরি ভিত্তিতে ওই ব্রিজের নির্মাণকাজের উদ্বোধন করেন।

তিনি বলেন, প্রস্তাবিত ব্রিজ অনুমোদনের আগ পর্যন্ত জনগণের চলাচলের সুবিধার্থে এই বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী ব্রিজ নির্মাণের পর এটি খুলে নেওয়া হবে।

বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, তাৎক্ষণিকভাবে অন্য সেতুর নির্মাণ প্রতিষ্ঠান ‘ইলি এন্টারপ্রাইজকে’ জরুরি ভিত্তিতে বেইলি ব্রিজের নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

jagonews24

গত ৭ মে (শনিবার) দুপুরে একলাশপুর ও শরীফপুরের সীমান্তে হাসানহাট এলাকায় নোয়াখালী খালে নিষেধাজ্ঞা অমান্য করে বালুভর্তি ট্রাক ঝুঁকিপূর্ণ সেতুতে উঠলে ট্রাকসহ তা ভেঙে পড়ে

এতে জেলা শহর মাইজদীর সঙ্গে বেগমগঞ্জ উপজেলার হাসানহাট, শরীফপুর ও কাদিরপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ খাল ডিঙিয়ে ভেজা কাপড়ে পারাপার হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ জানান, খাল খননে সেতুর গোঁড়ার মাটি সরে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে এলাকাবাসী ব্রিজে লাল পতাকা টাঙিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেন। ৭ মে (শনিবার) দুপুরে একটি বালুভর্তি ট্রাকের চালক নিষেধ অমান্য করে সেতুতে ওঠে। মাঝে যেতেই ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে যায়। এতে ট্রাকচালকসহ তিনজন আহত হয়।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।