নিষেধের পরও ঝুঁকিপূর্ণ ব্রিজে বালুভর্তি ট্রাক, ভেঙে পড়লো খালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৭ মে ২০২২
ব্রিজ ভেঙে খালে পড়লো ট্রাক

নোয়াখালীর বেগমগঞ্জে স্থানীয় সরকার বিভাগের ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে খালে পড়েছে বালুভর্তি একটি ট্রাক। এতে চালকসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (৭ মে) দুপুর ১২টার দিকে একলাশপুর ও শরীফপুরের সীমান্তে হাসানহাট সংলগ্ন নোয়াখালী খালে এ দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহর মাইজদীর সঙ্গে বেগমগঞ্জ উপজেলার হাসানহাট, শরীফপুর ও কাদিরপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

jagonews24

স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খাল খননে সেতুর গোঁড়ার মাটি সরে যায়। এ অবস্থায় এলাকাবাসী ব্রিজে লাল পতাকা টাঙিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেন। শনিবার দুপুরে একটি বালুভর্তি ট্রাকের চালক নিষেধ অমান্য করে সেতুতে ওঠে। মাঝে যেতেই ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে যায়। স্থানীয়রা ট্রাকচালকসহ আহত তিনজনকে উদ্ধারের পর নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেতুটি অনেক পুরোনো হওয়ায় সাপোর্টিং রুরাল ব্রিজ (সাপআরবি) প্রকল্পের মাধ্যমে নতুন ব্রিজের প্রস্তাব পাঠানো হয়েছে। এখন জরুরি ভিত্তিতে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।