ছিনতাই-মাদক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১২ মে ২০২২
গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে ছিনতাই ও মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ মে) রাতে ইউপি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করেন র্যাব-১৩ সদস্যরা।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপরে র্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার আসিফ উদ-দৌলা বলেন, দুপরেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

আব্দুর রাজ্জাক কুপতলা ইউনিয়নের পশ্চিম কুপতলা গ্রামের শফিউল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, আওয়ামী লীগের নেতা হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকী দুস্থদের ত্রাণের টিন বিতরণ না করে আত্মসাৎ করেন তিনি। এছাড়া ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প, শিশু ভাতাসহ বিভিন্ন ভাতার টাকা আত্মসাৎ করেন। পরে সেই টাকা ফেরত দিতে বাধ্য হন তিনি।

গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম ওই সাবেক চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১৪ সালে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গাইবান্ধা র্যাব-১৩ সদস্যরা ইউপি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার রাজ্জাক মোটরসাইকেল ছিনতাই ও মাদক সিন্ডিকেটের সদস্য।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।