ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:১৪ এএম, ১৩ মে ২০২২
শিশু সন্তানের মরদেহের ওপর মায়ের আহাজারি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রলি ও বাইসাইকেল দুর্ঘটনায় বিশাল চন্দ্র রায় (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নেকমরদ-কাতিহার সড়কের ফুটানি টাউন বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিশাল চন্দ্র রায় উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ঢাংঢাংপাড়া গ্রামের হরেন চন্দ্র রায়ের ছেলে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি বলেন, ইট ভর্তি একটি ট্রলি নেকমরদের দিকে আসছিল। আর অপরদিক থেকে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল দুই শিশু। এসময় সাইকেলটি ট্রলির কাছাকাছি এলে হঠাৎ সাইকেলের পেছনে বসে থাকা বিশাল চন্দ্র রায় পড়ে যায়। এতে সে ধাক্কা খায় ট্রলির চাকার সঙ্গে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ বিষয়ে নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

তানভীর হাসান তানু/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।