কালীগঞ্জে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ৪
লালমনিরহাটের কালীগঞ্জে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজন পথচারী।
বৃহস্পতিবার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার কাকিনা-মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারে থাকা ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
আহতরা হলেন, পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনতাজ ও শাহাজান এবং পথচারী খালেক মিয়া ও মজমুল ইসলাম মজনু। এদের মধ্যে পথচারী খালেক মিয়াকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে পুলিশের একটি টিম (ঢাকা মেট্রো গ-১১-৫১১২) প্রাইভেটকার থামানের চেষ্টা কর। ওই সময় প্রাইভেটকারের চালকসহ দুই মাদক ব্যবসায়ী নেমে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে প্রাইভেটকারের ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে দুই পথচারী আহত হন।
আহত অবস্থায় পুলিশ সদস্যরা ধাওয়া দিলে প্রাইভেটকারটি রেখে পালিয়ে যান। পরে গাড়ি তল্লাশি করে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক গাড়ির মালিকের পরিচয় শনাক্তে কাজ চলেছে।
রবিউল হাসান/আরএইচ/জেআইএম