নরসিংদী জেলা কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৩ মে ২০২২

নরসিংদী জেলা কারাগারে সুমন মিয়া (২৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) দুপুরে তিনি মারা যান।

তার মৃত্যুর কারণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তবে কারাগারের জেলার জানান, স্ট্রোকজনিত কারণে ওই হাজতির মৃত্যু হয়েছে।

সুমন মিয়া সদর উপজেলার চরাঞ্চল বাখন নগর গ্রামের শাজাহান মিয়ার ছেলে।

নরসিংদী জেলা কারাগার সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতির একটি মামলায় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নরসিংদী কারাগারে আসেন সুমন মিয়া। শুক্রবার দুপুরে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। তখন তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে হাজতির মৃত্যু নিয়ে জেলা হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক আলামিন শাওন কোনো কথা বলতে রাজি হননি।

নরসিংদী জেলা কারাগারের জলার আতিকুর রহমান জানান, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সঞ্জিত সাহা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।